ভুয়া প্রেস কার্ড বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েকটি প্রতারক চক্র। বরিশাল নগরীসহ গ্রাম গঞ্জেও থেমে নেই এই প্রতারক চক্রের প্রতারণা। সংবাদমাধ্যমে কাজ না করলেও ভুয়া কার্ড বানিয়ে ও মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে শহর থেকে গ্রাম দাপিয়ে বেড়াচ্ছেন চক্রটি। মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিংবা বিভিন্ন প্রতারনার মাধ্যমে হাতাচ্ছে টাকা পয়সা। তেমনি এক প্রতারকের সন্ধান পাওয়া গেছে বাকেরগঞ্জে।
আর এই প্রতারকের নাম আবুল কালাম আজাদ। নিজের নামটা কলম দিয়ে লিখতে না পারলেও তিনি নিজেকে নাগরিক সংবাদের ক্রাইম রিপোর্টার পরিচয়ে মানুষের সাথে প্রতারণা করছে। এই প্রতারক কালামের হাত থেকে বাচঁতে চায় পশ্চিম চরাদি ছালেহিয়া এতিমখানার কতৃপক্ষ।
ডিজিএ/এমডিজেএম