গণ আওয়াজ ডেস্কঃ
গত ঈদের আগেই সরকারি ২০১৯-২০ অর্থবছরের জন্য অনুদানপ্রাপ্ত ছবি ‘আশীর্বাদ’-এ এখনই সময় দিতে পারছেন না চিত্রনায়িকা মাহিয়া মাহি। যদিও প্রযোজক জানিয়েছিলেন আগস্টের শেষ দিকে এ ছবির শুটিং শুরু হবে। কিন্তু ৫ সেপ্টেম্বর থেকে অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবির শুটিং শুরু করবেন মাহি। তাই আশীর্বাদ এখনই নয় বলে জানিয়েছেন।
অবশ্য ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস জানিয়েছেন, ‘আমরা এখন ছবিটির শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছি। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষের দিকে শুটিং শুরু করতে চাই।’ ছবিটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক।
এ ছবিতে অভিনয়ের জন্য প্রথমে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এ ছবিতে চূড়ান্ত করা হয়েছিল। চুক্তি সম্পাদনের পরই গণমাধ্যমে এ খবর ব্যাপকভাবে প্রচার হয়। এ খবর প্রকাশের মাত্র একদিনের মধ্যেই হঠাৎ করে অপু বিশ্বাসের বাদ যাওয়ার ঘটনা ঘটে। তখন অপু বিশ্বাস মুখ না খুললেও ছবিটির প্রযোজকের বরাতে জানান হয়, অপু বিশ্বাস চুক্তিপত্রের নিয়ম ভঙ্গ করায় তাকে বাদ দেয়া হয়েছে।
প্রযোজকের দাবি, তার অনুমতি ছাড়া অপু চুক্তিবিষয়ক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরপর অপু মুখ খুলতে বাধ্য হন। তিনি জানিয়েছেন, মূলত তার ওপর কিছু বিধি-নিষেধ চাপিয়ে দেয়া হয়েছিল। সেগুলো মানতে পারবেন না বলেই তিনি ছবিটি ছেড়ে দিয়েছেন।
অপুকে বাদ দেয়া কিংবা অপু নিজেই ছেড়ে দেয়া- যাই হোক না কেন, এর ঠিক কয়েকদিন পরই মাহিয়া মাহিকে চুক্তিবদ্ধ করা হয় সেই ছবিতে। চুক্তি করার পরদিনই মাহি ফেসবুকে চুক্তিপত্রের ছবিসহ পোস্ট দেন।
প্রযোজকের দাবি অনুযায়ী যে কারণে অপুকে বাদ দেয়া হয়েছিল, সে ঘটনা মাহিও ঘটিয়েছেন। যদিও প্রযোজক বলছেন, মাহি সেটি তার অনুমতি নিয়েই করেছেন। কিন্তু এ ঠুনকো অজুহাতে অপুকে বাদ দেয়ার বিষয়ে প্রযোজকের বক্তব্য আসলে যুক্তিসঙ্গত নয় বলেই মনে হয়েছে। তাই অনেকে বলছেন, ছবিটি ছেড়ে দেয়ার ব্যাপারে অপুর বক্তব্যই সঠিক।
বাংলাদেশ সময়ঃ ১২ঃ২৫ পি.এম. সেপ্টেম্বর ০২,২০২০