রংপুর মহানগরীতে প্রতিহিংসা বসত পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, নগরীর ২নং ওয়ার্ডের মনোহর পশ্চিম অভিরাম এলাকায় মাছ চাষি আনোয়ার হোসেন তার নিজস্ব পুকুরে মাছের পোনা ছেড়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে গত সোমবার রাতে কে বা কাহারা প্রতিহিংসা বসত পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে দেখে তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।
আনোয়ার হোসেন জানান, আমি প্রায় ৭ মাস আগে পুকুরে সরপুটি, মিরকা, বাটা, তেলাপিয়া, গ্লাস কার্প, কাতলাসহ বিভিন্ন প্রজাতের মাছে পোনা ছেড়েছি। মাছগুলো অনেক বড় হয়েছে। সকল মাছ মরে যাওয়ায় আমি এখন সর্বশান্ত হয়ে গেলাম। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সংবাদ লিখা পর্যন্ত আরপিএমপি হাজীরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়ঃ ১০ঃ১০ পি.এম. / ২৫ শে আগস্ট ২০২০